শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি  

ডাকাতি

এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বেলতলী এলাকায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের অতিরিক্ত ডিআইজির বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা।   

এম এ জলিল সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন। শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন বলে জানান তার পিতা  আবদুল বাতেন

তিনি আরো জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দরজার লক ভেঙে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল। তারা হাফপ্যান্ট পরা ছিল। কারও মুখে মাস্ক, কারও মুখ কাপড় বাঁধা ছিল। এরপর গলায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা, ছেলের পুলিশি পোশাক (ইউনিফর্ম) লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় কেবল তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন। 

ডাকাত দলের লোকজন তার ও তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ফেলে। কোনো শব্দ করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে চলে আসবাবপত্র তছনছ ও লুটপাট। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ডাকাতির ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানা পুলিশ।   

এ বিষয়ে মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ


প্রতিনিধি/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়