শিরোনাম
◈ তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের ◈ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল ইসলাম ইসলাম ◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি! ◈ ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা! ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ঝুঁকি ◈ এনসিপির কাছে নীলা ইস্রাফিলের প্রশ্ন— আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? ◈ ক্ষমতাচ্যুত হাসিনার অডিওতে এখনো প্রতিশোধপরায়ণতা: ড. আসিফ নজরুল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:৪০ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে আদালত ভবনে হামলাকারী সন্ত্রাসী দলের সব সদস্য নিহত

দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বালুচেস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে হামলাকারী সব সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সামরিক কর্মকর্তারা।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সিস্তান ও বালুচেস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসীরা হামলা চালালে ৬ জন শহীদ এবং ২২ জন আহত হয়। শহীদ ও আহতদের বেশিরভাগই সাধারণ মানুষ, যাদের মধ্যে একজন মহিলা এবং একজন শিশুও রয়েছে।

"এই সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া তিন সন্ত্রাসীই নিহত হয়েছে, যাদের মধ্যে একজনের হাতে বিস্ফোরক ভেস্ট ছিল," আরও বলা হয় আইআরজিসি অপারেশনাল বেজ কুদস এর বিবৃতিতে।

এদিকে, সিস্তান ও বালুচেস্তান প্রদেশের পুলিশের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা দালিরি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, "আজ সকাল সাড়ে টায় ইহুদিবাদের সাথে যুক্ত একটি সন্ত্রাসী দল মক্কেলের ছদ্মবেশে জাহেদানের সিস্তান ও বালুচেস্তান বিচার বিভাগে প্রবেশের চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সতর্কতার কারণে তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সৌভাগ্যবশত, এই সন্ত্রাসীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।"

"যখন এই ব্যক্তি আদালতের করিডোরের ভেতরে গ্রেনেড ছুঁড়ে মারে, তখন আমরা দুর্ভাগ্যবশত বেশ কয়েকজন মক্কেলের শহীদ হওয়ার সাক্ষী হই, যার মধ্যে এক বছরের শিশু এবং একজন বালুচ মাও ছিলেন," আরও বলেন জেনারেল দালিরি।

জাহেদানে হামলার পর পুরো সন্ত্রাসী দলটি নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে।

সিস্তান ও বালুচিস্তানের আইন প্রয়োগকারী সংস্থার ডেপুটি কমান্ডার আরও বলেন, আদালত ভবনের কাছাকাছি একটি রাস্তায় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে সৌভাগ্যবশত আরও দুই সন্ত্রাসী নিহত হয় এবং সন্ত্রাসী দলটি নিশ্চিহ্ন করে ফেলা হয়। প্রকৃতপক্ষে, পুরো দলটি ধ্বংস হয়ে যায়।

জৈশ আল-আদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। সূত্রঃ মেহর নিউজ   

  • সর্বশেষ
  • জনপ্রিয়