এমএ কুদ্দুস, বিরল (দিনাজপুর): দিনাজপুরের বিরলে এক ব্যাক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের উত্তর বড় গোবিন্দপুর গ্রামের মৃত: ইয়াকুব আলীর ছেলে রফিকুল ইসলাম বাবু (৫৮)। তিনি স্থানীয় হাট বাজার গুলোতে আলুর খুচরা ব্যবস্যা করতো।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম বাবু বাড়ীর পার্শ্ববর্তী কাঁঠালতলী বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে কে বা কারা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাকরে রাস্তার পাশে আলুর ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর আনুমানিক রাত ১০ টার দিকে স্থানীয় শ্যামল চন্দ্র বাড়ীতে যাওয়ার সময় রাস্তায় বাইসাইকেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আলুক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিরল থানার অফিসার ওসি রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে/এনএইচ