শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:১৬ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাই নিহত

জমি নিয়ে বিরোধ

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে বসত ভিটার জমি বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় গুরুতর আহত হয়ে মো. হোছন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ২৮ জানুয়ারী (শনিবার) সন্ধ্যার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তর পাড়ায় উক্ত ঘটনা সংঘটিত হয়।

পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তর পাড়ার মৃত মকবুল আহমদের দুই ছেলে ইউনুস ও হোসন প্রকাশ মাছন’র মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। উক্ত ঘটনার সূত্র ধরেই শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। উভয় পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমণে মো. হোসন গুরুতর আহত হয়।

পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার মো. হোসনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে হোসন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এদিকে সংঘটিত ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম রেজু জানান, পরিষদের কাজে ব্যস্ত থাকায় ঘটনার বিস্তারিত বলতে পারছি না। প্রথমে এলাকার লোকজনের কাছ থেকে মুঠোফোনে মারামারির বিষয়টি জেনেছি এবং পরে মোহাম্মদ হোসেনের মৃত্যুর বিষয়টি তারা আমাকে অবগত করেছে। তবে তাদের দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বসত ভিটা নিয়ে আগে থেকে দ্বন্দ্ব চলে আসছিল।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়