শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে গৃহবধুর আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর খিলগাঁও এলাকায় এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম কবিতা আক্তার এবং বয়স ২০ বছর।

আজ রোববার দুপুর বারোটায় খিলগাঁও বাসা মং-৩৭/৩ রোড নম্বর-১/১ ব্লক-ডি.মেরাদিয়া বাজার পাঁচতলা বাড়ির নিচতলায় বাসায় এ ঘটনাটি ঘটে।

ওই ভবনের নিরাপত্তা কর্মী মৃতার স্বামী সোহাগ মিয়া জানান, গত বেশ কিছুদিন যাবত কবিতা মাথাব্যথা ও ম্যালেরিয়া জ্বরে ভুগছিলেন। আজ দুপুর ১২টায় বাসার  বাহিরে ডাব আনতে যাই। ফিরে এসে দেখি সে ফ্যান ঝোলানো লোহার অ্যাঙ্গেলের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে দুপুর পৌনে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধারণা করা যায় সে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ কে অবগত করা হয়েছে।

মৃতা কবিতা নিরাপত্তা কর্মী সোহাগ মিয়ার দ্বিতীয় স্ত্রী ছিলেন। ৬ মাস পূর্বে তাদের বিবাহ হয়েছিল।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়