শিরোনাম
◈ সরকারের বেআইনি আদেশ পালনে র‌্যাব হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে: মির্জা ফখরুল ◈ দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬  ◈ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে স্বৈরশাসক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের  ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি  ◈ নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল ◈ এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক হতে পারবেন না ৩ জনের বেশি ◈ কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: মুখপাত্র ◈ বিএনপিকে আমন্ত্রণ জানানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি  ◈ নওগাঁয় র‌্যাবের হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে ◈ সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে নারী কৃষি কর্মকর্তা আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় সরকারী এক নারী কর্মকর্তাসহ ৩ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- স্থানীয় ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত মইজদ্দিনের ছেলে মোতাহার হোসেন সেলিম মিয়া (৪৫), তার স্ত্রী আড়াইহাজার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২) ও প্রাইভেটকারের চালক একই এলাকার হযরত আলীর ছেলে আজিজুল (৩০)।

স্থানীয় থাড়িবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ এবং ইয়াবা বহনকৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

জানা গেছে, আটককৃতরা প্রাইভেটকার যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে ঢাকা (মেট্রো-গ-৩১-২৭৮৪) নাম্বারের গাড়ীটি স্থানীয় দক্ষিণপাড়া এলাকার থাড়িবাড়ি মোড়ে পৌঁছলে পুলিশ তাদের গতিরোধ করে। পরে গাড়ি তল্লাশী করে কয়েকটি প্যাকেটের মধ্যে রাখা ৫ হাজার পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (গ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার, এসআই নুরুল ইসলাম ও আব্দুর রহিমসহ আরও অনেকে।

এ সময় ঘটনাস্থলে আটক কৃষি কর্মকর্তা আকলিমা বলছিলেন, ‘গাড়ীতে ইয়াবা থাকার বিষয়টি আমার জানা নেই। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমাকে ফাঁসানো হয়েছে; আমি নির্দোষ।’ 

এদিকে স্থানীয়রা জানান, এর আগেও দুইবার পুলিশ মাদকসহ সেলিম মিয়াকে আটক করেছিল। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল দীর্ঘদিন ধরেই সংবদ্ধ এই চক্রটি ইয়াবার ব্যবসা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়