শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০১:০৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পরিত্যক্ত ভবন থেকে শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে শুক্রবার সকালে বস্তাবন্দি অবস্থায় রিমন (৭) ও ইমরান (৩) নামের দুই সহোদরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মৃত দুই শিশু বিরল পৌরসভার শংকরপুর এলাকার ঘোড়ানীর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। 

নিহত দুই শিশুর দাদী উম্মে কুলসুম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দুই শিশু নিখোঁজ ছিল। রাত থেকেই দুই শিশুরকে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নিহতদের বাবা ও আমার ছেলে শরিফুল আমাদের ফোন করে বলে স্কুলে আমার দুই নাতির মরদেহ পড়ে আছে। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসলাম উদ্দিন বলেন, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বাবার খোঁজ করা হচ্ছে।
 
তবে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, দুই সন্তানকে বাবা বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ খাইছে। তবে তার বাবা কোথায় আছেন তা কেউ বলতে পারছে না।

শুক্রবার বিরল থানার ওসি রেজাউল হাসান রেজা গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়