শিরোনাম
◈ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান ◈ মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা, আহত এক ◈ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করে হবে আসন ভাগাভাগি: আমু ◈ ৩৩ ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে, ডিএমপিতে রাখার প্রস্তাব ◈ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ◈ জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা দুলু ◈ ইসির নিবন্ধন পাচ্ছে আরো ২৯ পর্যবেক্ষক সংস্থা ◈ সৌদি বিনিয়োগ বিষয়ক উপ-মন্ত্রীসহ ৩১ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় ◈ দলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে ইসির শাস্তি মেনে নেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের    ◈ আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে চিঠি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

ফরহাদ আমিন: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা ও ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-১৫।

এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।রোববার(২০নভেম্বর)হোয়াইক্যং ব্রীজ ও কেরুনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড রইক্ষ্যং এলাকার আবুল কালামের ছেলে ওমর হারুন (২২), উখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড হলুদিয়া পালং মরিচ্যা এলাকার সোপাল শর্মার ছেলে হৃদয় শর্মা (১৯), একই এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ আরিফ (২০)ও হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম পানখালীর নুরুল ইসলামের ছেলে আনোয়ার ইসলাম বাপ্পী (২৮) ।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)মোঃআবু সালাম চৌধুরী।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল হোয়াইক্যং ব্রীজের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ মহাসড়কের রাস্তার নিকট এক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। ধৃতের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে২৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ও পলাতক আসামীদ্বয় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।

এছাড়া একইদিন বিকেলে হোয়াইক্যং ইউপিস্থ কেরুনতলী চাকমারকুলগামী রাস্তার মাথায় টেকনাফ-কক্সবাজার পশ্চিশ পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান চালানো হয়।এসময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধৃতদের হেফাজতে থাকা ৬০বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজত ঘটনাস্থলে অবস্থান করছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়