শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ১০:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউপি চেয়ারম্যানের গাড়ি ব্যবসার ফাঁদে এমপি ও সরকারী কর্মকর্তাসহ ৭ শতাধিক ব্যক্তি

গাড়ি ব্যবসার নামে প্রতারণা

মাসুদ আলম: গাড়ি ব্যবসার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনের দেওয়া তথ্যে আরও ২০টি মাইক্রোবাস উদ্ধার করেছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। জাকির হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানার ২নং মানিকাচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। 

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জাকির প্রতারণার মাধ্যমে ৬০ থেকে ৭০ টি গাড়ি দেখিয়ে বিভিন্ন পেশাজীবী ৬০০-৭০০ জনের সঙ্গে প্রতারণা করেছেন। যাদের মধ্যে ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা ও সরকারের এমপি রয়েছেন। একটি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে ৩৭ জনের কাছে ষ্ট্যাম্প করে বিক্রি করেছেন।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর  কুমিল্লা জেলার মেঘনা থানা এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও  আত্মসাৎকৃত ২০টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, জাকির চেয়ারম্যান পোর্ট থেকে স্বল্প দামে গাড়ি ক্রয় করে দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নেয়। পরে ক্রয়কৃত গাড়ি রেন্ট-এ কারের মাধ্যমে মাসিক ভাড়ায় পরিচালনা করার জন্য চুক্তি করে। তিনি একই গাড়ির বিপরীতে একাধিক ব্যক্তির সঙ্গে  ভুয়া কাগজপত্র দ্বারা চুক্তিবদ্ধ হয় । তাছাড়া একই রেজিস্ট্রিশন নম্বর সম্বলিত গাড়ি একাধিক ব্যক্তির কাছে জাল দলিলের মাধ্যমে বিক্রয় করতো।

হারুন বলেন,  অধিকাংশ ক্ষেত্রে শুধু ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর দিয়ে গাড়ি বিক্রির চুক্তিপত্র স্বাক্ষর করেন। গাড়িটি নিজেই ভাড়া নিয়ে মাসিক ভাড়া পরিশোধের ভিত্তিতে পরিচলনা করার কথা বলে কিছুদিন ভাড়া পরিশোধ করে। পরবর্তীতে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় ও গাড়ি ক্রয়ের অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও পূর্বের বিক্রয়কৃত গাড়ি স্বল্প মূল্যে মালিকানা হস্তান্তরের লোভ দেখিয়েও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

ডিবি প্রধান বলেন, জাকির ৫-৬ জনের সহযোগীর সহায়তায়  প্রতারণা করতো। আনুমানিক হাজার কোটি টাকা বিভিন্ন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। মুন্সীগঞ্জ, বিক্রমপুরে একটি গ্রামে লোকদের কাছে ১২২ টি গাড়ি বিক্রির কথা বলে প্রতারণা করেন। জাকির হোসেন তার প্রতিষ্ঠান আর. কে. মটরস এর নামে এবং তার আত্মীয় স্বজনের নামে ২৭ টি ব্যাংক একাউন্ট রয়েছে। তার নামে বিভিন্ন থানায় ১২ টি প্রতারণার মামলাও রয়েছে। 

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়