শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০১ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ পরিচয়ে ২০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

ডিবির সংবাদ সম্মেলন

মাসুদ আলম : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাম মোস্তফা শাহীন ওরফে শাহীন পুলিশ, মো. শাহাদৎ হোসেন, সাইদ মনির আল মাহমুদ, মো. রুবেল ইসলাম ও মো. জাকির হোসেন। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি প্রাডো গাড়ি, ছিনতাই করা নগদ  ১ লাখ ১০ হাজার টাকা, ১টি ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাপসহ ডাকাতির কাছে ব্যবহৃত সরঞ্জাম  উদ্ধার করা হয়। 

বুধবার রাজধানীর উত্তরা, কলাবাগান ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গত ৩ সেপ্টেম্বর  নিউমার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ী তাঁতিবাজার থেকে ২০ লাখ টাকা নিয়ে পাঠাও মোটরসাইকেল করে নিউমার্কেটের উদ্দেশে রওয়ানা হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের মূল প্রবেশ গেটের সামনে পৌঁছালে তার পথরোধ করে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নেয়। গামছা দিয়ে চোখ বেঁধে, হ্যান্ডকাপ পরিয়ে তার চোখে-মুখে আঘাত করা হয় ও তার সঙ্গে থাকা নগদ ২০ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি-ছিনতাই করতেন। ডাকাতি করা তাদের একমাত্র পেশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়