নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে ২ হাজার ৪০০ ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আবু তাহের (৫৫) ও ২। মো. আলম (৩২)। বুধবার সকালে সূত্রাপুরের জনসন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম তথ্য পায়, সূত্রাপুর থানার জনসন রোডস্থ ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুইজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আবু তাহের ও আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাত লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের কাছে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।