শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের চরভদ্রাসনে বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো সুবর্ণা আক্তার (৪৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

[৩] বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর ১২ টার দিকে চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।

[৪] সুবর্ণা চরভদ্রাসন বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন মোল্লার স্ত্রী। তার সৌদি প্রবাসী এক ছেলে ও বিএ পড়ুয়া এক কন্যা রয়েছে।

[৫] তার মেয়ে নির্জনা জানান, বেলা ১১ টার দিকে তার মা তাকে রান্না করতে পাঠান। প্রায় ঘন্টাখানেক তার মায়ের সাড়া শব্দ না পেয়ে মাকে খুঁজতে বসত ঘরের দিকে এগিয়ে যান। এ সময় দরজা চাঁপানো দেখতে পান। দরজা খুলে তার মাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন।

[৬] নির্জনা দ্রুত তার মাকে সিলিং ফ্যান থেকে নামান এবং চিৎকার করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সুবর্ণাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাজী গোফরানুল হক তাকে মৃত ঘোষণা করেন। 

[৭] নির্জনা আরো জানান, তার মা প্রায় ছয় বছর যাবত মানসিক ভাবে অসুস্থ ছিলেন। মানসিক অসুস্থতার বিষয়ে সুবর্ণার বড় ভাই বারেক ফকিরও নিশ্চিত করেন।

[৮] চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সুবর্ণার মানসিক অসুস্থতার কথা তিনি জানতে পেরেছেন এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়