শিরোনাম
◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান!

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্লীল ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, গ্রেপ্তার ২ 

সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ সিকদার (২৬) ও হৃদয় আহম্মেদ (২৩)। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট।

[৩] সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, সাইবার পুলিশ সেন্টার নিয়মিত সাইবার পেট্রলিংকালে জানতে পারে, একটি অসাধু চক্র ফেসবুকে কন্টেন্ট তৈরীর নামে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ ও প্রদর্শন করছে। 

[৪] এ বিষয়ে অনলাইন সার্চ করলে ফেসবুকে টাইটানিক ৭৬ নামে একটি পেজ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত সোহাগ সিকদার এডমিন হিসেবে টাইটানিক ৭৬ নামক পেজটি পরিচালনা করত এবং হৃদয় আহম্মেদ অশ্লীল কন্টেন্ট তৈরি করতেন।

[৫] পরে সিআইডি’র সিপিসি’র একটি দল ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১টি অপ্পো মোবাইল, ১টি সনি ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা, ১টি ডিজিআই ক্যামেরা, ২টি হার্ডডিস্ক, ১টি পোর্টেবল হার্ডডিস্ক এবং ৩টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। 

[৬] আজাদ রহমান বলেন, জড়িতদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফেসবুকে টাইটানিক ৭৬ ছাড়াও বেশকিছু পেজ নজরে এসেছে যেগুলির মাধ্যমে অশ্লীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ওই পেজগুলো সনাক্তকরণসহ আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়