শিরোনাম
◈ গরুর চামড়া ৮০০, ছাগলের ১০ টাকা ◈ সিলেটে ঈদ আনন্দ ভেসে গেল বন্যার জলে ◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ০৯:১৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৪, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৯ কোটি টাকা পাচার: বেসটেক টেলিকমের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

মুযনিবীন নাইম: [২] বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত কবির ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক হাসিবুল কবিরের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৩] রোববার দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১ সমন্বিত কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা করেন দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

[৪] সংস্থাটি জানায়, আসামিদের বিরুদ্ধে ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা মূল্যের দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার পাচার করার অভিযোগ আনা হয়েছে।

[৫] মামলার এজহারে বলা হয়েছে, আন্তর্জাতিক ইনকামিং কল/সেবা রপ্তানি বাবদ রাষ্ট্রের স্বার্থে বৈদেশিক মুদ্রা অর্জন এবং তার সংশ্লেষে রেভিনিউ সংগ্রহ সংক্রান্ত সরকারি কর্তব্য সম্পাদনে কমিশন আকারে পারিশ্রমিক প্রাপ্তি কিংবা রেভেনিউ শেয়ারিং প্রাপ্তি সাপেক্ষে বিটিআরসি কর্তৃক আইজিডব্লিউ লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বেসটেক টেলিকম আইজিডব্লিউ অপারেটর হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। তৎপ্রেক্ষিতে আন্তর্জাতিক ইনকামিং কল/সেবা রপ্তানি সংশ্লেষে তার মূল্য বাবদ অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা উক্ত আইজিডব্লিউ অপারেটর কর্তৃক ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি/এফসি একাউন্টের মাধ্যমে বাংলাদেশে আনয়ন কিংবা প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে। এ অর্থ দেশে না এনে তারা মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন।

[৬] এ ঘটনায় বিটিআরসির উপপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) মো. হাসিবুল কবিরের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়ায় তাকেও আসামি করে দুদক। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএন/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়