শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৪, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছের পোনাসহ আটক ৫১

মুযনিবীন নাইম: [২] গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৫১ জনকে আটক করেছে নৌ পুলিশ।

[৩] রোববার বিকেলে নৌ পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ৭২ লাখ ২৬ হাজার ৭৫৫ মিটার অবৈধ জাল, ৫৪৭ কেজি মাছ এবং বিভিন্ন প্রজাতির ১ লাখ ১৮ হাজার পিস বাগদা রেণু পোনা জব্দ করা হয়।

[৪] এদিন নৌ পুলিশ অভিযান চালিয়ে ১০টি ঝোপ ধ্বংস করা হয়। এছাড়া বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার এবং ঘটনাস্থল থেকে একটি ট্রাক জব্দ করা হয় এছাড়া মাছ ধরার কাজে নিয়োজিত ১০টি নৌকা এবং বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮টি বাল্কহেড জব্দ করা হয়।

[৫] অভিযানে আটক ৫১ আসামির মধ্যে ৬ জনের বিরুদ্ধে দুটি মৎস্য মামলা, ২ জনের বিরুদ্ধে একটি বেপরোয়া গতির মামলা, ৪ জনের বিরুদ্ধে একটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা, অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ১০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় খালাস প্রদান করা হয়। ১৩ জনকে মোবাইল কোর্টেও মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] উল্লেখ্য, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়