শিরোনাম
◈ আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে: রিজভী ◈ সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনে গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন ◈ স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া ◈ জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান: আপিল বিভাগ ◈ কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় নয়জনের মৃত্যুদণ্ড, নয়জনের যাবজ্জীবন ◈ প্রধানমন্ত্রীর কাছে ৪৯টি অডিট রিপোর্ট হস্তান্তর সিএজি’র ◈ বিজেপি ছাড়া কেউ সরকার গড়তে পারবে না: নরেন্দ্র মোদি ◈ একটা গোত্র তৈরি করে দুর্নীতি অনিয়মের মাধ্যমে তাদেরকে অর্থ ব্যবস্থা করে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল ◈ রাজধানীতে আজ থেকে বাসের গেটলক সিস্টেম চালু হচ্ছে ◈ আওয়ামী লীগ নতুন নির্বাচন না দিলে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না: ফখরুল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৪, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে বউ-শ্বাশুড়ি দ্বন্দ্বে সংঘর্ষে একজন নিহত, আহত ২

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের মাদারগঞ্জে বউ শ্বাশুড়ি দ্বন্দ্বে সংঘর্ষে জয়নাল আকন্দ (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। 

[৩] শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় ১০ বছর আগে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সাথে প্রতিবেশি শাবু মিয়ার ছেলে নুরুল ইসলামের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। দুপুরে ফুলেরা বেগমের সাথে শ্বাশুড়ির ঝগড়া বাধে। পাশের বাড়ি থেকে ফুলেরা বেগমের চাচাতো ভাই নিহত জয়নাল আকন্দ ও  ভাই ফুলেরার শ্বশুর বাড়ী যায়। এতে দুই পক্ষের মধ্যে  কথা কাটাকাটি শুরু হয় ।
 
[৫] একপর্যায়ে শাবু মিয়া ও তার পরিবারের লোকজন জয়নাল আকন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় আলমগীর (২৪) ও বাবুল (৩০) নামে আরও দুই জন আহত হয়। পরে আহতদের উদ্বার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নেওয়া হয়। চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জয়নাল আকন্দের মৃত্যু হয়। 
 
[৬] মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনজুরুল বারী বলেন, নিহত জয়নাল আকন্দের মাথায় আঘাতের ফলে ভিতরে প্রচন্ড রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। পাশাপাশি অন্যরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
[৭] মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, মাত্রই মার্ডার হয়েছে আমরা ঘটনাস্থলে আছি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়