সোহেল মিয়া : রাজবাড়ীতে কোটি টাকা মূল্যের বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বুধবার (২২জুন) দুপুরে জেলার অংঙ্কুর স্কুল এন্ড কলেজ থেকে এ তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষকের কথিত বাজার মূল্য কোটি টাকার মতো হতে পারে বলে জানান রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা।
অঙ্কুর স্কুল এন্ড কলেজের প্রধান অফিস সহকারি কল্লোল আহম্মেদ বলেন, বুধবার ১২টার দিকে অফিস রুমের শোকেজ পরিস্কার করতে গিয়ে তক্ষকটি দেখতে পাই। পরে সেটি ধরে ব্যাগে করে নিয়ে সদর প্রাণি সম্পদ কর্মকর্তার রুমে এসে দিয়ে যাই। এটি বেশ বড় আকৃতির তক্ষক। তক্ষকটির ওজন প্রায় ২০০ গ্রাম হবে।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, উদ্ধারকৃত তক্ষকটি বেশ বড় আকৃতির। তক্ষকের দাম বেশি বলে প্রচার করে একটি চক্র সক্রিয় রয়েছে। এর ফলে প্রকৃতি থেকে এ প্রাণীটি বিলুপ্ত হতে চলছে। বন বিভাগের ঢাকায় কর্মকর্তা কণক রায়ের সাথে কথা হয়েছে। তারা তক্ষকটি বনে অবমুক্ত করবেন।