শিরোনাম
◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৩:২০ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২২, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জ ও সিলেটে বন্যা

বন্যার্তদের পাশে ভাণ্ডারিয়ার শিক্ষার্থীরা

বন্যার্তদের পাশে শিক্ষার্থীরা

এস,এম রিয়াজ, ভাণ্ডারিয়া (পিরোজপুর): আর্ত মানবতার সেবায় দেশের উত্তরাঞ্চল সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যায় বানভাসি ক্ষতিগ্রস্থ্যদের পাশে পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া। 

জানাগেছে, গত কয়েক দিনের বন্যায় দেশের সুমানগঞ্জ এবং সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাড়ানোর জন্য ঐ এলাকার এম জাহিদুর রহমান নামের এক ব্যক্তি তাদের সংগঠনের পক্ষ থেকে কাজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে “বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন সকলে” এ ধরনের একটি পোস্ট দেন। তা দেখে উপজেলার আমান উল্লাহ কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ২৫সদস্যের একটি টিম ‘আর্ত মানবাতার সেবায় ভয়াবহ বন্যার্তদের পাশে সাহায্যের হাত বাড়ান’ একটি বক্স এর গায়ে লেখা সাটিয়ে এ উপজেলা ছাড়াও লাগোয়া পার্শবর্তী বিভিন্ন এলাকায় পৃথক ভাবে কাজ করে। 

গত দুই দিন (সোম এবং মঙ্গলবার) ব্যবসায়ী, পথচারীরা যে অনুদান প্রদান করেছেন তাতে ৬০ হাজার টাকা জমা পড়েছে। যা গতকাল বুধবার ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার মাধ্যমে সুনামগঞ্জে এম জাহিদুর রহমান নামের ওই ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্টে প্রদান করেন।
       
এদিকে ২৫ সদস্যের টিম লিডার আব্দুল্লাহ আল কাফী (জিহাদ) জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে “বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন সকলে” এ ধরনের একটি পোস্ট দেখে সহপাঠি রাকিব, রায়হান, জিহাদ হোসেন, মাইঈুন ইসলাম, আরিফুল ইসলাম, শাহিন হাওলাদার, এম.ডি ইমাম সহ ২৫ শিক্ষার্থী পোষ্টটি দেখে উদ্বুদ্ধ হই। এবং গত দুই দিনের অর্জিত ৬০ হাজার টাকা পোস্ট দাতার সঙ্গে আলাপের মাধ্যমে ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার মাধ্যমে পাঠিয়েছি।
      
ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার শাখা ব্যাবস্থাপক মো. নুরে আলম জিয়া টাকা প্রেরণের সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের জন্য সাহায্য স্বরূপ ৬০ হাজার টাকা পাঠিয়েছে। উদ্যমী কিশোরদের আর্ত মানবাতার সেবায় ব্রতী হয়ে নেয়া উদ্যোগটি অত্যন্ত মহত এবং প্রশংসনীয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়