এস,এম রিয়াজ, ভাণ্ডারিয়া (পিরোজপুর): আর্ত মানবতার সেবায় দেশের উত্তরাঞ্চল সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যায় বানভাসি ক্ষতিগ্রস্থ্যদের পাশে পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া।
জানাগেছে, গত কয়েক দিনের বন্যায় দেশের সুমানগঞ্জ এবং সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাড়ানোর জন্য ঐ এলাকার এম জাহিদুর রহমান নামের এক ব্যক্তি তাদের সংগঠনের পক্ষ থেকে কাজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে “বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন সকলে” এ ধরনের একটি পোস্ট দেন। তা দেখে উপজেলার আমান উল্লাহ কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ২৫সদস্যের একটি টিম ‘আর্ত মানবাতার সেবায় ভয়াবহ বন্যার্তদের পাশে সাহায্যের হাত বাড়ান’ একটি বক্স এর গায়ে লেখা সাটিয়ে এ উপজেলা ছাড়াও লাগোয়া পার্শবর্তী বিভিন্ন এলাকায় পৃথক ভাবে কাজ করে।
গত দুই দিন (সোম এবং মঙ্গলবার) ব্যবসায়ী, পথচারীরা যে অনুদান প্রদান করেছেন তাতে ৬০ হাজার টাকা জমা পড়েছে। যা গতকাল বুধবার ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার মাধ্যমে সুনামগঞ্জে এম জাহিদুর রহমান নামের ওই ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্টে প্রদান করেন।
এদিকে ২৫ সদস্যের টিম লিডার আব্দুল্লাহ আল কাফী (জিহাদ) জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে “বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন সকলে” এ ধরনের একটি পোস্ট দেখে সহপাঠি রাকিব, রায়হান, জিহাদ হোসেন, মাইঈুন ইসলাম, আরিফুল ইসলাম, শাহিন হাওলাদার, এম.ডি ইমাম সহ ২৫ শিক্ষার্থী পোষ্টটি দেখে উদ্বুদ্ধ হই। এবং গত দুই দিনের অর্জিত ৬০ হাজার টাকা পোস্ট দাতার সঙ্গে আলাপের মাধ্যমে ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার মাধ্যমে পাঠিয়েছি।
ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার শাখা ব্যাবস্থাপক মো. নুরে আলম জিয়া টাকা প্রেরণের সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের জন্য সাহায্য স্বরূপ ৬০ হাজার টাকা পাঠিয়েছে। উদ্যমী কিশোরদের আর্ত মানবাতার সেবায় ব্রতী হয়ে নেয়া উদ্যোগটি অত্যন্ত মহত এবং প্রশংসনীয়। সম্পাদনা: হ্যাপি