শিরোনাম
◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:১৩ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মোস্তাক আহমেদ, সরিষাবাড়ী: [২] জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ডাকা অবৈধ হরতাল, অবরোধ এর প্রতিবাদে ও যমুনা ট্রেনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ কারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

[৩] মঙ্গলবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপির উদ্যোগে ও এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের পুরাতন দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সরিষাবাড়ী রেল স্টেশন, আলহাজ জুট মিল, মুক্তিযোদ্ধা সংসদ মোড় হয়ে সরিষাবাড়ী-জামালপুর প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামী লীগের পুরাতন দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

[৪] প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পাল, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, মুরাদ হাসান এমপির পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সেচ্ছাসেবক লীগের সদস্য হাসিবুল হোসেন বাবু সরকার, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

[৫] পরে প্রতিবাদ সভায় দেশ ব্যাপি বিএনপি-জামায়াতের হামলা, ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হত্যা, যানবাহনে অগ্নীসন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়