স্বপন দেব, মৌলভীবাজার: [২] আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে করতে দলের টিকেট কিনেছেন হেভী ওয়েট ২৭ জন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্র ও জেলার প্রথম সারিরা নেতারা।
[৩] গত শনিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় উপস্থিত হয়ে জেলার ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন তাঁরা।
[৪] মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুর ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম।
[৫] মৌলভীবাজার-২ (কুলাউড়া): কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-০২ মোহাম্মদ আবু জাফর রাজু, উপজেলা চেয়ারম্যান- অধ্যক্ষ এ কে এম শফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মো: আতাউর রহমান শামিম, সিলেট বিএম এর সভাপতি ডা.রোকন উদ্দিন আহমেদ, সাবেক নৌ বাহিনী কর্মকর্তা সদরুল খাঁন।
[৬] মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম (সিআইপ), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, কানাডা প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল গফ্ফার।
[৭] মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আজাদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের পরিবেশ বন উপ কমিটির সদস্য নবারন দাস রিপন, জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক। সবাই কেন্দ্রীয় নেতৃত্বে দিকে তাকিয়ে আছেন কার ভাগ্যে জুটে দলীয় মনোনয়ন সেই অপেক্ষায়। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :