শিরোনাম
◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৩, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৩, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকী ছবি

রহিদুল খান, যশোর: [২] চৌগাছায় পানিতে ডুবে রজনী খাতুন (৭) নামে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

[৩] নিহতের মামা লিটন হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, রজনী পলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন দুপুরে তার বাবা রেজাউল ইসলাম (আমার ভগ্নিপতি) জাল নিয়ে বাড়ীর পাশে নিজের পুকুরে মাছ ধরতে যায়। এ সময় সে বাবার পিছু নিয়ে পুকুরে যায়। মাছ ধরা শেষে বাড়ী ফিরে জানতে পারে তার ছোট মেয়ে পুকুরের দিকে গেছে। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন রজনী পুকুরের ধারে খেলছিলো। 

[৪] তিনি আরও জানান, পরে পুকুরের পানিতে তার গায়ের জামা ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ব্যাপারে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

[৬] চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়