শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে তারাপুরে চা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন ও বাগানের জায়গা থেকে দোকান উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চা শ্রমিকরা তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রী ঘোষিত বেতনের বকেয়া পুরো টাকা তারা পাননি। এছাড়া গত দুই সপ্তাহের বেতনও বাকি। বেতন প্রদানের দাবি জানালে বাগানের ম্যানেজার তাদের হুমকি-ধমকি দেন।

তারা আরও বলেন, তারাপুর চা বাগানের কিছু জায়গায় অবৈধভাবে ৩টি দোকানকোটা নির্মাণ করেছেন ম্যানেজার। সেগুলো শিগগিরই উচ্ছেদ করতে হবে।
এই দুই দাবিতে তারাপুর বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার থেকে কাজে যাচ্ছেন না বলে জানা গেছে।

তারাপুর বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী জানান, শ্রমিকরা বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ রেখেছেন। সেজন্য তাদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

দোকান নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের লক্ষ্যেই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, বেতন-ভাতা বকেয়া রয়েছে দাবি করে শ্রমিকরা আন্দোলন করছেন। এছাড়া চা বাগানের জায়গা থেকে দোকানকোটা উচ্ছেদের দাবিও জানাচ্ছেন তারা। এ বিষয়ে বৈঠক হবে।

জালালাবাদ থানার ওসি সাইফুল আলম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে সড়ক অবরোধ তুলে দেই। তারা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়