শিরোনাম
◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ১১:৪০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টার পলিথিনে না মোড়ানোর সিদ্ধান্ত কাউন্সিলর প্রার্থী কিমের

সুবর্ণা হামিদ, সিলেট: পোস্টারে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। বৃষ্টির আশঙ্কায় পলিথিনে মোড়ানো পোস্টার টানানোর প্রতিযোগিতা চলছে। যদিও পোস্টারে প্লাস্টিক ব্যবহারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই পরিবেশ দূষণের কথা চিন্তা করে এই প্রতিযোগিতায় নাম লেখাননি নগরীর  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী কিম। আসন্ন নির্বাচনে তিনি রেডিও মার্কায় প্রতিদন্দ্বিতা করছেন।

শুক্রবার (৫ জুন) নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সুতোয় বেঁধে পোস্টার লাগান। তবে যারা পোস্টারে পলিথিন মোড়াননি শনিবার সকালের বৃষ্টিতে তাদের  নির্বাচনী পোস্টার নষ্ট হয়ে যায়। 

এই বৃষ্টিতে  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী  আব্দুল করিম চৌধুরী কিমের পোস্টারও নষ্ট হয়ে যায়। তবে বৃষ্টিতে নষ্ট হলেও তিনি পোস্টের পলিথিন মোড়াবেন না বলে জানান। 

তিনি জানান, আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো, প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে। স্লোগান নির্ধারণ করা হয়েছে, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।

আব্দুল করিম চৌধুরী কিম বলেন, এই বর্ষার সময় পোস্টারে ব্যবহৃত পলিথিন জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। তাই একজন পরিবেশ কর্মী ও জনগণের সেবক হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার আর্থিক ক্ষতি ও কষ্ট হলেও আমি আমার নির্বাচনী পোস্টার পলিথিনে মোড়াবো না।

উল্লেখ্য, এর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে পলিথিনের ব্যবহার বন্ধে একজন আইনজীবীর রিটের প্রেক্ষিতে যে কোনো নির্বাচনী প্রচারণায় লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

প্রতিনিধি/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়