শিরোনাম
◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা সিটি নির্বাচন: ১২ কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার 

এইচ আর তানজির, খুলনা: নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ১২ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে বর্তমানে ১৭৯ প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা ১২ কাউন্সিলর প্রার্থী হলেন- ৩ নম্বর ওয়ার্ডে শেখ আবদুল হাই, ৫ নম্বর ওয়ার্ডে মো. হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে শেখ তারেক, ১০ নম্বর ওয়ার্ডে ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডে সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডে তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডে মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডে মোছা. নাজমুন্নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডে হোসনে আরা।

আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র পদে সাত, কাউন্সিলরপদে ১৫৮ ও সংরক্ষিত কাউন্সিলরপদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে চার মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হয়। আপিলে একজন বৈধতা পান। সাধারণ কাউন্সিলরপদে ১২ জনের মনোনয়নপত্র বাছাইয়ে অবৈধ হয়। সংরক্ষিত আসনে দুইজনের মনোনয়নপত্র অবৈধ হয়। আপিলে দুজনই বৈধতা পান।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়