মো.আদনান হোসেন, ধামরাই (ঢাকা): ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশে পরিবেশ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় মেসার্স এম.এস.বি.ব্রিক্সক কে ৫ লাখ , মেসার্স এস.এম.বি ব্রিক্সসকে ৫ লাখ সানোরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় মেসার্স এম.এম.বি.ব্রিকসকে ১ লাখ এবং গাংগুটিয়া ইউনিয়নের জলসা এলাকায় মেসার্স এ.বি.সি. ব্রিক্সস নামে একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার টুনু।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মেহের নিগার টুনু বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছিল। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। ইটভাটা উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ/জেএ