শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৬:১১ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেলো ৪৮ মেধাবী শিক্ষার্থী

ট্যাব বিতরণ

স্বপন দেব, মৌলভীবাজার: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) পরিসংখান অফিসের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘ট্যাবলেট’ তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এ ব্যবহৃত দুই লক্ষ ট্যাবলেট সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার গাইড লাইন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার আলোকে মৌলভীবাজার জেলার এমপিওভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল এর সভাপতিত্বে মৌলভীবাজার জেলার পৌরসভার ছয়টি সরকারি ও এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এসব ট্যাবলেট তুলে দেওয়া হয়। আগামী সপ্তাহের  মধ্যে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ১ হাজার ৯৮ জন শিক্ষার্থীর হাতে এই ট্যাব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,উপপরিচালক, স্থানীয় সরকার মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক সৌরভ পাল মিঠুন,উপজেলা নির্বাহী অফিসার সদর মো. শরীফ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/ আইএফ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়