শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০২:১৬ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনামূল্যে বীজ-সার পেলেন ৩ হাজার কৃষক   

কৃষকদের হাতে সার তুলে দেওয়ার সময়

এম. এমরান পাটোয়ারী, ফেনী: উফশী আউশধান প্রণোদনা কর্মসূচির আওতায় ফেনীতে ৩ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তালিকাভুক্ত কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, জোৎস্না আরা বেগম। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মনছুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বিথী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হোসেন পাটোয়ারী, কৃষক রহিম উদ্দিন মানিক।

ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বিথী জানান, ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে ১৭ লক্ষ ৭৪ হাজার ৭৫০ টাকা ব্যায়ে বীজ ও সার দেয়া হচ্ছে। তালিকাভুক্ত কৃষকদেরকে জনপ্রতি ৫ কেজি উচ্চ ফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেয়া হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়