শিরোনাম
◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৫:০২ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মানববন্ধন

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর): জেলার কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছে ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে ওই কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ত্রিমোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ওই কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তাহসিন আহমেদ সৌরভ, সদস্য ফয়সাল হোসেন, মায়শা আক্তার, সাদিয়া আক্তার, রিমা আক্তার প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিনের উপর হামলার ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল ও সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন মানববন্ধনে বক্তারা। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়