শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৫:০২ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মানববন্ধন

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর): জেলার কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছে ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে ওই কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ত্রিমোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ওই কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তাহসিন আহমেদ সৌরভ, সদস্য ফয়সাল হোসেন, মায়শা আক্তার, সাদিয়া আক্তার, রিমা আক্তার প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিনের উপর হামলার ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল ও সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন মানববন্ধনে বক্তারা। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়