ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর): জেলার কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছে ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে ওই কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ত্রিমোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ওই কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তাহসিন আহমেদ সৌরভ, সদস্য ফয়সাল হোসেন, মায়শা আক্তার, সাদিয়া আক্তার, রিমা আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিনের উপর হামলার ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল ও সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন মানববন্ধনে বক্তারা। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ/জেএ