নুরনবী সরকার, লালমনিরহাট: হাতীবান্ধায় উদ্ধার হওয়া সেই মর্টারসেলটি ১১ দিন পর নিস্ক্রিয় করেছেন রংপুর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী টিম।
বুধবার (২২ মার্চ) উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় নিষ্ক্রিয় করা হয় মর্টারশেলটি।
জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেন থানা পুলিশ। গত (১২ মার্চ) রবিবার বিকালে রমনীগঞ্জ এলাকার আ: আজিজের বাড়ির পাশে একটি পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর আব্দুল আজিজের বাড়ির পাশে মর্টারসেলটি নিয়ে খেলছিল। পরে আ: আজিজ মর্টারশেলটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ মর্টারশেলটি উদ্ধার করেন। এর ১০ দিন পর বোমা নিস্ক্রিয়কারী ইউনিট এসে মর্টারশেলটি নিস্ক্রিয় করে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, ১০ দিন পুলিশি পাহারায় থাকার পর আজ বুধবার সকালে রংপুর থেকে সেনাবাহিনীর একটি বোমা নিস্ক্রিয় টিম এসে মর্টারসেলটি দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় নিয়ে চরে নিস্ক্রিয় করেন।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :