শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সেভেন সিস্টার্স ও পাকিস্তান নিয়ে কেন চিন্তিত ভারত? ◈ ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআইসহ ৬ জন ◈ কবরস্থানে দুই বালতি ভর্তি ২০ তাজা বোমা উদ্ধার! ◈ সোমবার আসছেন ভারতের পররাষ্ট্র সচিব : হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যসহ যেসব বিষয়ে আলোচনা হতে পারে ◈ মাস্ক পরা অবস্থাতেই চুম্বন, হংকংয়ে বস ও এক ভারতীয়ের বিরুদ্ধে বাংলাদেশি নারীর যৌন নির্যাতনের মামলা ◈ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা বললেন সারজিস আলম (ভিডিও) ◈ ভারত নয়, এবার পাকিস্তান থেকে আসছে বিপুল পরিমাণে চিনি ◈ প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিদের সাক্ষাৎ ◈ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে দ্বন্দ্বে ভারত, কানাডার সঙ্গে বন্ধুত্বে খড়া, বিভিন্ন দেশে চলছে ইন্ডিয়া আউট আন্দোলন ◈ শুভেন্দু অধিকারী হয় বোকা, নয় মূর্খ, যিনি হঠাৎ করে বাংলাদেশ নিয়ে এমন কাণ্ড ঘটাচ্ছেন!(ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনী নিস্ক্রিয় করলো সেই মর্টারসেলটি

মর্টারসেল

নুরনবী সরকার, লালমনিরহাট: হাতীবান্ধায় উদ্ধার হওয়া সেই মর্টারসেলটি ১১ দিন পর নিস্ক্রিয় করেছেন রংপুর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী টিম।

বুধবার (২২ মার্চ) উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় নিষ্ক্রিয় করা হয় মর্টারশেলটি।

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া  ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেন থানা পুলিশ। গত (১২ মার্চ) রবিবার বিকালে রমনীগঞ্জ এলাকার  আ: আজিজের বাড়ির পাশে একটি পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর আব্দুল আজিজের বাড়ির পাশে মর্টারসেলটি নিয়ে খেলছিল। পরে আ: আজিজ মর্টারশেলটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ মর্টারশেলটি উদ্ধার করেন। এর ১০ দিন পর  বোমা নিস্ক্রিয়কারী ইউনিট এসে মর্টারশেলটি নিস্ক্রিয় করে।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, ১০ দিন পুলিশি পাহারায় থাকার পর আজ বুধবার সকালে রংপুর থেকে সেনাবাহিনীর একটি বোমা নিস্ক্রিয় টিম এসে মর্টারসেলটি দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় নিয়ে চরে নিস্ক্রিয় করেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়