শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগাতিপাড়ায় বিএনপির ৪ ইউনিয়নের কমিটি অনুমোদন

আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে চারটি ইউনিয়নে বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে।

নিজ নিজ ইউনিয়নের বিএনপির প্যাডে সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় মালঞ্চি বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন এবং সদস্য সচিব হাফিজুর রহমান স্বাক্ষর করে ওই কমিটির অনুমোদন দেন।

ওই সকল ইউনিয়ন বিএনপির কমিটিতে ১নং পাঁকা ইউনিয়নে ৭২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক দুলু, ২নং জামনগর ইউনিয়নে ১১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ৩নং বাগাতিপাড়া সদর ইউনিয়নে ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আঃ বাতেন এবং ৪নং দয়ারামপুর ইউনিয়নে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি সাজদার রহমান ও সাধারণ সম্পাদক সেলিম রেজার নাম ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, ৫নং ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন ও বাগাতিপাড়া পৌরসভা বাদে চারটি ইউনিয়নের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ওই ইউনিয়ন ও পৌরসভায় একটু জটিলতার কারণে কমিটি দেওয়া যায়নি। তবে আগামী এক মাসের মধ্যে বাকি কমিটিও দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়