শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগাতিপাড়ায় বিএনপির ৪ ইউনিয়নের কমিটি অনুমোদন

আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে চারটি ইউনিয়নে বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে।

নিজ নিজ ইউনিয়নের বিএনপির প্যাডে সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় মালঞ্চি বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন এবং সদস্য সচিব হাফিজুর রহমান স্বাক্ষর করে ওই কমিটির অনুমোদন দেন।

ওই সকল ইউনিয়ন বিএনপির কমিটিতে ১নং পাঁকা ইউনিয়নে ৭২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক দুলু, ২নং জামনগর ইউনিয়নে ১১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ৩নং বাগাতিপাড়া সদর ইউনিয়নে ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আঃ বাতেন এবং ৪নং দয়ারামপুর ইউনিয়নে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি সাজদার রহমান ও সাধারণ সম্পাদক সেলিম রেজার নাম ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, ৫নং ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন ও বাগাতিপাড়া পৌরসভা বাদে চারটি ইউনিয়নের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ওই ইউনিয়ন ও পৌরসভায় একটু জটিলতার কারণে কমিটি দেওয়া যায়নি। তবে আগামী এক মাসের মধ্যে বাকি কমিটিও দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়