শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:০৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক বিরোধী অভিযানে ডিবির উপর হামলা, আহত তিন

আরিফুল ইসলাম, পাথরঘাটা: বরগুনার পাথরঘাটা মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী কর্তৃক ডিবি'র উপরে হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ ) বিকাল ৩টার দিকে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।  

ডিভি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ, এসআই মো. বাশার এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা ০৫ নং ওয়ার্ডের মুন্সিরহাট বাজারে অভিযানকালে মো. জাকারিয়া এর "চা" এর দোকানের পিছনে মাদক বিক্রেতা মো. সৈকত ও আঃ রব দ্বয়কে ধরতে গেলে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে মাদক বিক্রতারা তাদের সাথে থাকা ছুরি দিয়ে অতর্কিতভাবে ডিবি কং প্রিন্স, সোর্স রিপন ও ড্রাইভার সাগর বেপারীকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে তারা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা পরবর্তীতে ডিবি পুলিশের অন্য সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত সোর্স মো. রিপনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম প্রেরন করা হয়েছে। 

এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার জানান ঘটনার সময় মাত্রই আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য নিয়ে আসা হয়। পলাতক আসামীদের ধরার জন্য পাথরঘাটা থানা ও ডিবি পুলিশ কর্তৃক যৌথ অভিযান অব্যাহত রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়