শিরোনাম
◈ এবার শেখ মুজিবের সেই ভাস্কর্য ভাঙল ছাত্র-জনতা (ভিডিও) ◈ অ‌নেক ক‌ষ্টে ম্যানইউকে হারা‌লো ‌চেল‌সি, আ‌রেক ম‌্যাচে অ‌্যাস্টন ভিলার জয় ◈ যে কারণে আজ খোলা সরকারি অফিস ◈ ভারত কি ট্রাম্পকে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে?  ◈ ধারণার চেয়ে অনেক আগেই বিলীন হবে মহাবিশ্ব: ব্ল্যাকহোল বিশেষজ্ঞ ◈ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামিকে খালাস ◈ আ‌মিরা‌তের বিরু‌দ্ধে প্রথম ম্যাচ আজ, সি‌রিজ জ‌য়ে আশাবাদী লিটন দাস ◈ ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প‌রিচালনা পর্ষদ‌কে অপসারণের নির্দেশ আদালতের ◈ ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যুক্তরাষ্ট্রের চাপের ভূমিকা দাবি ট্রাম্পের, ভারত বল‌ছে অ‌যৌ‌ক্তিক ◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩, ১১:৫৪ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৩, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার 

লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার 

জাহাঙ্গীর লিটন: লক্ষ্মীপুরে বাবার অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়ে নিখোঁজের তিনদিন পর মো: রনি নামে এক  যুবকের মরদেহ পাওয়া গেছে খালে। সোমবার (১৩ মার্চ) বিকালে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকার মনতাজ মিয়ার পরিত্যক্ত ইটভাটার পাশে অবস্থিত খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রনি সদর উপজেলার শাকচর গ্রামের কাজী দরবেশ বাড়ির নুর আলমের ছেলে। 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি খাল পাড়ের জমি থেকে ঘাস কাটতে এসে কচুরিপানা ভর্তি খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, সদর সার্কেল, সিআইডি ও সদর থানার ওসি।

নিহত রনির বাবা অভিযোগ করে বলেন, গত শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩ টার দিকে দিকে তার ছেলে রনি একটি মিশুক ( ব্যাটারি চালিত অটোরিকশা ) নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ৭ টার দিকে শহরের গণি হেডমাস্টার সড়কের মুখে তার সাথে তার দেখা হয়। তখন তার মিশুকে যাত্রী ছিল। এরপর রাতে সে আর বাড়ি ফিরেনি। তার মিশুকটিরও সন্ধান মেলেনি।

এ বিষয়ে শনিবার (১১ মার্চ) রনির মা সদর থানায় নিখোঁজ ডায়েরী করেন বলে জানান তিনি। কেউ তাকে হত্যার পর মরদেহ খালে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করছেন স্বজন ও এলাকাবাসী।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, খাল থেকে নিখোঁজ রনির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়