শিরোনাম
◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য!

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিজ্ঞানাগার ও  কিডস জোন উদ্বোধন

শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিজ্ঞানাগার ও  কিডস জোন উদ্বোধন

মো.বশির উদ্দিন, (ঢাকা) ডেমরা: উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজধানীর ডেমরায় সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে লক্ষ্যে বাওয়ানী স্কুল এন্ড কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিজ্ঞানাগার ও কিডস জোন উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওই প্রতিষ্ঠানটির গভনিংবডির সভাপতি মো. সালাহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির সকল সদস্যসহ এলাকার শিক্ষানুরাগী বরেণ্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এসব উদ্বোধন কর্মসূচী পালন করা হয়। 

এ সময় প্রতিষ্ঠানটির নতুন ৬ তলা ভবনসহ পুরাতন ভবনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আধুনিক শেণীকক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিজ্ঞানাগারসহ সভাকক্ষের যাত্রা শুরু হয়। আর নাসার্ারি ও ১ম শ্রেণীর জন্য শুরু হয় দৃষ্টিনন্দন কিডস জোন যেখানে বাচ্চারা সাচ্ছন্দে উৎসাহ ও উদ্দিপনা নিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারবে। এছাড়াও বয়স্কাউট ও গালর্স গাইডদের জন্য স্কাউটডেম উদ্বোধনসহ নতুন ও পুরাতন ভবনে সংযোগপুল চালু করা হয়েছে। কমিটির উপদেষ্টা মো. আবুল বাশারের সঞ্চালনায় এ সময় সভাকক্ষে স্মার্ট শিক্ষার মানোন্নয়নের বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত থেকে সকলের মতামত প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ঈসমাইল হোসেন,গভর্নিংবডির সদস্য ও সাবেক ডেমরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহমান, ওই কমিটির সদস্য মো. মাসুদ মিয়া ও জহিরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়