শিরোনাম
◈ সাম্য হত্যার বিচার চেয়ে ছাত্রদলের শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ পাকিস্তান সিরিজে পাঁচ ম‌্যা‌চের প‌রিব‌র্তে হ‌বে তিন ম‌্যা‌চের টি-টোয়েন্টি, সব খেলা লাহোরে ◈ ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের ◈ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া ◈ কাকরাইলে শ্রমিক-পুলিশ মুখোমুখি, উত্তপ্ত পরিস্থিতি (ভিডিও) ◈ আ‌মিরা‌তের কা‌ছে হা‌রের পর কী অজুহাত দাঁড় করা‌লেন লিটন দাস ◈ ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢলের শঙ্কা, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম ◈ সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন আসছে ◈ ব্যাগেজ রুলসে রদবদল: স্বর্ণ আনায় নতুন সীমা নির্ধারণের পথে সরকার ◈ সারাদেশে একমাসে গ্রেপ্তার ৪৮,৪০০

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়া বাজারে নেই এলপি গ্যাস 

বরুন কুমার, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ১৫ দিন ধরে বসুন্ধরা এলপি গ্যাস আগৈলঝাড়ায় সরবরাহ না করায় অন্যান্য কোম্পানির গ্যাসের দাম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এতে বিপাকে পরেছে গ্যাস ব্যবহারকারী বাসাবাড়ি ও ব্যবসায়ীরা। 

গ্যাস বিক্রেতা ও ডিলাররা জানান, দেশে ২৮টি কোম্পানি সিলিন্ডারে করে ডিলারদের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করে আসছে।

এ অঞ্চলে লিকুইড পেট্রোলিয়াম (এলপি গ্যাস) বসুন্ধরা, যমুনা, ওমেরা, লার্ভস, বেক্সিমকো, প্রেট্টেম্যাক্স, সেনা, ওরিয়ন, নাভানা, ডেলটা, দুবাই-বাংলাসহ ১৭টি কোম্পানি গ্যাস সরবরাহ করে। সরকার প্রতিমাসে একবার গ্যাসের দাম নির্ধারন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রতি ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারন করেন ১ হাজার ২শ ৩৬ টাকা। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) গ্যাসের ডিলাররা গ্যাস সংকটের অজুহাতে আগৈলঝাড়া এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে ১ হাজার ৩শ ৭০ টাকায় প্রতি সিলিন্ডার বিক্রি করেছে। আর খুচরা বিক্রেতারা ১ হাজার ৪শ টাকায় ক্রেতাদের কাছে বিক্রি করছে। 

জানা গেছে, বসুন্ধরা, যমুনা, ওমেরা, বেক্সিমকো কোম্পানির বাজারজাত করা গ্যাসের সিলিন্ডারের মূল্য অন্যান্য কোম্পানির চেয়ে আরও ৫০ টাকা বেশি দরে বিক্রি করছে। 

উপজেলা ফুল্লশ্রী গ্রামের গ্যাস ব্যবহারকারী গ্রাহক রিপন ফকির জানায়, বাসায় গ্যাস শেষ হওয়ার পরে ক্রয় করতে গিয়ে দেখি বিক্রেতার কাছে বসুন্ধরা গ্যাস নেই। তাই বাধ্য হয়ে অন্য কোম্পানির গ্যাস অতিরিক্ত দামে কিনেছি।

বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার মো. সুমন হাওলাদার জানান, বিদেশ থেকে গ্যাস এসে পৌছায়নি। তাই এই অঞ্চলসহ সারাদেশে গ্যাসের সংকট চলছে। আশাকরি দুই একদিনের মধ্যেই গ্যাস বাজারে সরবরাহ করতে পারবো। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়