শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:২১ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ নম্বরে ফোন

কাপ্তাই লেকে আটকেপড়া ১৭৫ শিক্ষার্থী উদ্ধার

ডেস্ক রিপোর্ট: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করা হলো রাঙামাটির কাপ্তাই লেকে ডুবোচরে আটকেপড়া ১৭৫ শিক্ষার্থীকে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসে। রাঙামাটি কাপ্তাই লেকে ঘুরতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে যায়।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র সিরাজুল অমি সাদ্দাম বলেন, ‘আমরা সুবলং থেকে পুলিশের পলওয়ের পার্কে যাওয়ার সময় একটি চরে লঞ্চটি আটকে যায়। ছাত্ররা ঝুঁকি নিয়ে পানিতে নেমে লঞ্চ নামানোর চেষ্টা করেও কিছু হচ্ছিল না। এদিকে সন্ধ্যা নেমে আসার সবাই ভয় পেতে শুরু কর। পরে ৯৯৯ কল দেই। সেখান থেকে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ আমাদের উদ্ধার করে।’
 
আরেক শিক্ষার্থী সামশুর নাহার বলেন, ‘দিনের আলো থাকায় তখন ভয় পাইনি। যখন সন্ধ্যা নেমে আসে তখন ভয় পাচ্ছিলাম। কি হবে, বাড়ি ফিরতে পারব কিনা? চারদিকে পানি আর পানি। অন্ধকারের কারণে কোনো দিকে কিছুই দেখা যাচ্ছিল না। পরে পুলিশ যাওয়াতে মনে স্বস্তি পাই। আল্লাহর রহমতে সুস্থভাবে ঘাটে ফিরতে পেরেছি। পুলিশকে ধন্যবাদ জানাই।’

রাকিব হাসান অভিযোগ করে বলেন, ‘আমরা অনেক আগে থেকেই চালককে বলছিলাম অন্য লঞ্চ খবর দিন, তারা আমাদের নিয়ে যাক। চালক আমাদের কোনো কথাই শোনেনি।’

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ‘৯৯৯ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। অপরদিকে পুলিশ সুপার বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেন। পরে আমি ও আমাদের এএসপি সার্কেল জেলা ও নৌ-পুলিশের দলের একটি টিম নিয়ে তাদের উদ্ধারে বের হই। তবে অন্ধকার হওয়ার কারণে তাদের খুঁজে পেতে কিছুটা সময় লাগে। লঞ্চে থাকা ১৭৫ জন সবাই সুস্থ আছে।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জহিদুল ইসলাম বলেন, ‘কী কারণে লঞ্চটি চরে আটকে গেল, লঞ্চ মালিক ও দায়িত্বশীল কারও কোনো গাফিলতি ছিল কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। যদি কোনো অবহেলা প্রমাণিত হয় তবে লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়