শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৩ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের ভাঙ্গায় সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের পেট থেকে বিশেষ কায়দায় ইয়াবাগুলো বের করা হয়।
আটকরা হলেন গাজীপুরের কাপাসিয়ার ইব্রাহিম (৩৪) ও কক্সবাজারের উখিয়ার বাসিন্দা সৈয়দ নুর (৩৬)। মাদক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে তাদের আটক করা হয়।

উপ-পরিচালক শামীম হোসেন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সদরের পৌরসভার সামনে থেকে দুই মাদক করবারিকে আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর অফিসের টয়লেটে নিয়ে ইয়াবার ক্যাপসুল বের করা হয়। ৫০টি ইয়াবা বিশেষভাবে স্কচটেপ দিয়ে মুড়িয়ে একেকটি ক্যাপসুল তৈরি করা হয়। এই ক্যাপসুলগুলো জুস কিংবা কলার সঙ্গে গিলে কক্সবাজার থেকে ঢাকা হয়ে ভাঙ্গা উপজেলায় সাপ্লাই দেওয়ার উদ্দেশে এসেছিলেন তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে তাদের পেট থেকে সব ইয়াবা বের করা সম্ভব হয়নি। পরে হাসপাতালে ভর্তি করে বাকি ইয়াবা বের করার চেষ্টা করা হয়।

ইব্রাহিমের পেট থেকে সাড়ে তিন হাজার ও সৈয়দ নুরের পেটে থেকে ১৮৫০ পিস ইয়াবা বের করা হয়েছে। আরও ইয়াবা রয়েছে। সেগুলো বের করার চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়