স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে বানর। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে খাদ্যসংকট থাকায় প্রতিনিয়ত লোকালয়ে বের হয়ে আসছে বন্য প্রাণীরা। তার সাথে বেড়েছে দলছুট বানরের উৎপাত। পরিবেশবিদরা মনে করছেন লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণীদের উপযোগী করে না তুললে এসব প্রাণী লোকালয়ে আসবেই।
মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দলছুট বানর লোকালয়ে কিছুদিন থেকে চলে আসছে। এ পর্যন্ত লোকালয়ে কতগুলো বানর মারা গেছে সেই হিসাব বন বিভাগের কাছে নেই।
স্থানীয়রা জানান, বানর গুলো প্রায়ই দল বেঁধে বাড়িতে আসে। খেতের ফসলের ক্ষতি করে ও শিশুদের আক্রমণ করে। বিভিন্ন দোকানে গিয়ে চিপসসহ বিভিন্ন খাবারের প্যাকেট নিয়ে পালিয়ে যায়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়ায় কয়েক বছরে বানরসহ কিছু প্রাণীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বন্য প্রাণী রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে নানাভাবে কাজ করছেন। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে/এসএ