শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:১৩ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে রাতের আঁধারে জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন

জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রাতের আঁধারে একটি জলাশয়ে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকারমাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বিষ প্রয়োগের ফলে সকালে জলাশয়ের মাছ মরে ভেসে উঠতেদেখেন মৎস্য চাষী নুরুজ্জামান। সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ কালিরচর গ্রামে এ ঘটনাঘটে। 

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। নুরুজ্জামানএকই গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। সে পেশায় কৃষি কাজের পাশাপাশি ৩টি জলাশয়েমাছ চাষ করেন।  

ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান জানান, কৃষিকাজের পাশাপাশি ৩টি জলাশয়ে মাছ চাষকরেন। বর্তমানে ২টি জলাশয়ের মাছ এনে একটিতে রাখা হয়েছে। গতরাতে কে বা কারা প্রতিহিংসাকরে বিষ প্রয়োগ করলে তার জলাশয়ের মাছগুলো মরে ভেসে উঠে। এতে তার প্রায় ৩ লাখ টাকারমাছ বিনষ্ট হয়। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি করেন তিনি।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন,এবিষয়ে কেউ পুলিশকে জানায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করেপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়