শিরোনাম
◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:১২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহনগঞ্জে বাড়ির দেয়াল ভেঙ্গে রড লুটপাট

মোহনগঞ্জে বাড়ির দেয়াল ভেঙ্গে রড লুটপাট

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা): নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার বসবাসকারী সুকুমার চন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়ির দেয়াল ভেঙে ভেতরে থাকা লোহার রড নিয়ে যায় প্রতিবেশী রাজ কিশোর রায় (২০) নামে এক যুবক। অভিযুক্ত রাজ কিশোর রায় একই এলাকার রথীন্দ্র কিশোর রায়ের ছেলে। 

জানা যায়, বাড়ির মালিক সুকুমার চন্দ্র রায় চাকুরির সুবাদে ঢাকা বসবাস করেন। সে কারণে তার ভাগ্নে জনি চন্দ্র রায় মামার বাড়িসহ জমিজমা দেখাশুনা করেন। এমন অবস্থায় বাড়ির দেয়াল ভেঙে ভেতরে থাকা ২শ৮০ কেজি রড নিয়ে যায় রাজ। 

এ ঘটনায় জনি চন্দ্র রায় থানায় লিখিত অভিযোগ করেছে। 

শুক্রবার মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক শুভ্র দে এ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে রাজ কিশোর রায়কে পাওয়া না গেলে তার পিতা জানান, এসব অভিযোগ মিথ্যা। সুকুমার চন্দ্র রায় আমার জায়গায় দেয়াল তুলেছে। আমার ছেলে এর প্রতিবাদ করেছে। 

প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক জানান, সুকুমার চন্দ্র রায় পৌরসভার অনুমতি নিয়ে নিয়ম মেনে তার জায়গায় কাজ শুরু করেছে। কাজ শুরু করার আগে আমি ও বিআরডিবি চেয়ারম্যান মো. জহিরুল আলম শেখসহ এলাকার গন্যমান্য বেশ কয়েকজন লোক নিয়ে জায়গা মেপেছি। 

শুভ্র দে জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। শুনেছি স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হবে। যদি মিমাংসা না হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়