এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটো রিকশা বোঝাই গাঁজাসহ মো. সাগর মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার(২৪ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকা থেকে এক অভিযানে তাকে আটক করা হয়। আটক সাগর মিয়া জেলার কসবা উপজেলার কালামুড়িয়া গ্রামের মৃত রানু মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সম্পাদনা: আল আমিন