শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৩ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়া স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি

পটিয়া স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট একটিবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ তদন্ত কমিটির ব্যাপারে জানানো হয়। তদন্ত কমিটির সভাপতি হলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সহকারী পরিচালক(প্রশাসন) ডাঃ সুমন বড়ুয়া, সদস্য ডেপুটি সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ চৌধুরী এবং সদস্য সচিব করা হয়েছে মেডিকেল অফিসার (ডি.সি) ডাঃ মোঃ নুরুল হায়দার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথের বিরুদ্ধে “দাপ্তরিক পত্র যোগাযোগ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অবমাননা”, “নানাবিধ অনিয়ম”,  এবং “সেচ্ছাচারিতার” অভিযোগ জানিয়ে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল কতৃক আলাদা তিনটি অভিযোগ পত্রের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭দিনের মধ্যে অভিযোগের বিষয়ে মতামত প্রদান সহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ বলেন, স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য কর্মকর্তার নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ’কে স্মারকলিপি প্রদান করেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়