তপু সরকার হারুন, শেরপুরঃ ৫ জানুয়ারী সোমবার সকাল সারে ৮ টার সময় নালিতাবাড়ী
পলাশীকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী দক্ষিন পলাশী কুড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেন (বিললু) মিয়ার শিশুকন্যা রোকিয়া বেগম (৮) স্কুলে যাওয়ার পথে স্থানীয় ইসলাম উদ্দিন (৬০) তাকে ধরে নিয়ে তার বাড়ীতেই ধর্ষণ করে। পরে স্কুল শেষ করে বাড়ীতে যায় এবং সন্ধ্যায় এক পর্যায়ে প্রচন্ড ব্যাথা অনুভব ও চিৎকার করলে বাবা কাছে বিষয়টি জানানো হয়। রোকিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রয়েছে।
ধর্ষণকারী ইসলাম উদ্দিন (৬০) ৬ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে
নালিতাবাড়ী থানা পুলিশ। ইসলাম উদ্দিন (৬০) স্থানীয় পলাশীকুড়া মোঃ- কালা শমসের আলী ছেলে ।
এ-বিষয়ে পলাশী কুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোছাঃ ফেরদৌসী বেগম এর সাথে কথা হলে তিনি জানান আমি বিষয়টি আজ মঙ্গলবার জানতে পেরেছি । তো আপনার ছাত্রী জানার পর আপনি কি উদ্দ্যোগ গ্রহন করেছেন তিনি বলেন না আমি কোন নেইনি এবং আপনার কোন উর্ধতন কর্তৃপক্ষ কে জানিয়েছেন, না জানাই নি আমি স্কুল থেকে ১২ টার সময় আমার ব্যক্তিগত কাজে বাহিরে চলে এসেছি ।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার এস আই মিজানুর রহমান জানান-আসামী ইসলাম উদ্দিন (৬০) কে দুপুরে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধী চলছে।
স্থানীয় এলাকা বাসী জানান ঘটনা গতকাল হয়েছে এবং আমরা আজ জানতে পেরেছি পুলিশ আসামী গ্রেফতারের পর।
স্থানীয় এলাকাবাসী জানান ইসলাম উদ্দিন একজন এই লম্পট এবং খারাপ লোক আমরা তার বিচার চাই।