জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী-ঢাকা- কুয়াকাটা মহাসড়কের সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় লেঃ মোঃ শাহরিয়ার হোসেন রাফি'র নেতৃত্বে ১৩ সদস্যের নৌবাহিনীর ১টি সেকশন ও আমতলী থানা পুলিশের ৬ সদস্যের সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।
জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী পরিচালিত চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। এ সময়ে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং যানবাহনের রেজিস্ট্রেশন না থাকায় আটক করে জরিমানা করা হয়। সড়কে চলাচলকারী প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এবং সিএনজি থামিয়ে চালানো হয় তল্লাশি।তল্লাশীকালে মোটর সাইকেল ৮৭টি, সিএনজি ২৩টি, ট্রাক ৮টি, প্রাইভেট কার ৯টি, বাস ৭টি ও ১২টি মাইক্রোতে তল্লাশি করা হয়। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় ১ টি মামলা ও ৩,০০০/ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, উক্ত অভিযান চলাকালীন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানা যায়।