শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২০ ভরি স্বর্ণ চুরি, দোকান বন্ধ করে ৬০০ ব্যবসায়ীর বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহর মাইজদীর  নোয়াখালী সুপার মার্কেটে ১২০ ভরি স্বর্ণ  দুর্ধর্ষ চুরির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ৬শ ব্যবসায়ী। আজ শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মার্কেটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ জানান।

ব্যবসায়ীদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনার ২দিন পার হলেও  এখনো প্রকৃত চোরদের শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

প্রতিবাদকারীরা জানান, মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরণের অপরাধ বারবার ঘটছে। তারা অবিলম্বে  দুর্ধর্ষ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং মার্কেটে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন। পুলিশ কর্তৃপক্ষ জানায়, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের শনাক্তে কাজ চলছে।

এ প্রতিবাদের কারণে কয়েক ঘণ্টা মার্কেটের সব ধরণের ব্যবসা কার্যক্রম বন্ধ থাকে, এতে সাধারণ ক্রেতাদেরও ভোগান্তির সৃষ্টি হয়। তবে ব্যবসায়ীরা জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

নোয়াখালী সুপার মার্কেটের সভাপতি ইকরাম উল্যাহ ডিপটি জানান, আমরা ব্যবসায়ীদের স্বার্থে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছি এবং থানায় মামলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়