শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে জাতীয় যুবশক্তির ৪১ সদস্যের কমিটির ৩১ জনের পদত্যাগ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জাতীয় যুবশক্তির সদ্য ঘোষিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির ৩১ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার গ্রুপে ঘোষণা দিয়ে কমিটিতে থাকা ৩১ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। এরআগে মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে ওই কমিটি প্রকাশ করা হয়।

পদত্যাগকারীরা অসাংগঠনিক কার্যক্রমসহ বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে এ ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে কয়েকজন শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি ঘোষণার পর প্রথমে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন আরাফাত। এর পরপরই যুগ্ম-সদস্যসচিব–১ ব্যতীত অন্য সব যুগ্ম-সদস্যসচিব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিবসহ অন্য নেতারা একযোগে পদত্যাগ করেন। এতে সংগঠনের মধ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়।

পদত্যাগকারীদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ের লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠের নেতারা উপেক্ষিত হয়েছেন।

ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন আরাফাত গণমাধ্যমকে বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাদের পছন্দের মানুষ দিয়ে স্বজনপ্রীতির কমিটি করেছেন। তাই আমি পদত্যাগ করার পর একে একে পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই।

এ বিষয়ে একাধিক পদত্যাগকারী বলেন, সংগঠনের প্রতি অনুগত থাকলেও কমিটিতে থেকে রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস করা সম্ভব নয়। কমিটিতে স্থান পাওয়া অনেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জড়িত ও জুলাই যোদ্ধাদের ওপর সরাসরি হামলার সঙ্গে সম্পৃক্ত। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এদিকে পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন। কমিটি ঘোষণার পর থেকেই জেলা কমিটির ভেতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা আরওবিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার সদস্য সচিব দেখছেন। তিনি ভালো বলতে পারবেন।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করে নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। কারও কোনো অভিযোগ থাকলে অফিসিয়ালি আমাদের জানাতে পারেন। সেরকম কিছু এখনো আমরা পাইনি। অভিযোগ পেলে যাচাই করে বিবেচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়