এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরদুবলার লইট্রাখালী এলাকা থেকে সোমবার ভোররাতে মুক্তিপণের দাবীতে হাফিজুল নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন বাহিনী। জেলে অপহরণের ঘটনায় দুবলা জেলেপল্লীতে বনদস্যু আতংক বিরাজ করছে।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ সোমবার (১০ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে জানান, দুবলার মাঝেরকেল্লার জেলে হাফিজুল (৩৫) সহ অন্য জেলেরা রবিবার দিবাগত রাতে দুবলারচরের কাছে লইট্রাখালী খালে মাছ ধরতে যায়। সোমবার ভোররাত ৩টার দিকে বনদস্যু সুমন বাহিনী একটি ট্রলারে করে এসে জেলে হাফিজুলকে বনদস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বনদস্যুরা হাফিজুলের ট্রলারের মাঝি শাহিনকে বনদস্যুদের সাথে দুইদিনের মধ্যে যোগাযোগ করার জন্য দুইটি মোবাইল নম্বর দিয়ে যায়।
অপহৃত জেলে হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সুন্দরবনে নতুন করে বনদস্যুদের অপতৎপরতায় দুবলারচরের জেলেদের মাঝে বনদস্যু আতংক বিরাজ করছে বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বনদস্যুদের হাতে অপহৃত জেলে হাফিজুল দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ি থেকে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের খালে গিয়ে দস্যুদের কবলে পড়েছে। বিষয়টি কোষ্টগার্ডকে জানানো হয়েছে। অচিরেই বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে ফরেষ্ট রেঞ্জার জানিয়েছেন। রণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন,দুবলারচরে জেলে অপহরণের খবর কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি জানান।