শিরোনাম
◈ দিল্লির লাল কেল্লার মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণে নিহত ৮, বহু হতাহত (ভিডিও) ◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে কাঠবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত ১

তপু সরকার হারুন শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে কাঠবোঝাই ট্রলিভ্যান উল্টে চালক আব্দুল খালেক (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন নাজিম (৫) নামে এক শিশু। ৯ নভেম্বর রবিবার রাত অনুমান ৮টার সময় উপজেলার হালুয়াহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আব্দুল খালেক রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে। আহত শিশু নাজিম একই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, রবিবার বিকেলে উপজেলার হালুয়াহাটি এলাকা থেকে ভ্যানচালক আব্দুল খালেক ভ্যানে কাঠ বোঝাই করে যাচ্ছিলেন। রাস্তাটি পাহাড়ের ভিতর দিয়ে হওয়ায় উঁচু নিচু ও খানাখন্দে ভরা। উচু নিচু ও খানাখন্দের কারণে কাঠবোঝাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে পাশের ক্ষেতে পড়ে যায়।

ওইসময় ভ্যান চালক আব্দুল খালেক ও শিশু নাজিম কাঠবোঝাই ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যান চালক আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা শিশু নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজিম বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়