শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গ সহ গ্রেফতার ৩

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

শুক্রবার বিকালে জেলার সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান ওরফে লাবুর বসতবাড়ীর পশ্চিম ভিটার থেকে উদ্ধার করেছে। এসময় পাচারকারীদের নিকট থেকে ১টি মোটরসাইকেল জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম  বাবলু (৫২), একই থানার দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫২) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কফিল উদ্দিন (৪৮)।

শনিবার (১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামী হামিদুর রহমান ওরফে লাবু এর বসতবাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী টিনসেড বাড়ীর ছোট ঘরের ভিতর থেকে ১২ ইঞ্চি লম্বা ৯৪.২৬০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ উদ্ধার করে। এসময় ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেন। এছাড়াও তাদের নিকট থাকা ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি বিদেশে পাচারের কথা তাদের নিকট রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়