মো:আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২২সেপ্টেম্বর) গতকাল গভীর রাতে ১টার দিকে ধামরাই উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মো. মনির হোসেন (২৫)। আহতরা হলেন—চাপলি এলাকার সাইফুজ্জামান ও আশুলিয়ার শান্তিপাড়ার মিজান।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায় পিকআপটি। ডেলিভারি শেষে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।
ধামরাই ফায়ার স্টেশনের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। আহতদের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবার ময়নাতদন্ত করতে রাজি হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।